ওয়ালটন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ পর্যন্ত বড় একটা পুঁজি দাড় করাতে পারেননি ক্যারিবীয়রা।
তবে এরই মধ্যে দুই ম্যাচ জিতে নিজেদের ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো সেদিনই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যেতো। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ।
আজ বাংলাদেশের সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে আবার হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করার। সেজন্য টাইগারদের সামনে ২৪৮ রানের লক্ষ্য রেখেছে ক্যারিবীয়রা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন শাই হোপ। দীর্ঘ ৩ ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে তিন অংকের ঘরে না গিয়ে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। অধিনায়ক জেসন হোল্ডার করেছেন ৬২ রান। এই দুই জনের ব্যাটেই মূলত মোটামুটি লড়াইর পুঁজি পেয়েছে ওয়েষ্ট ইন্ডিজ।
আজকের বাজার/এমএইচ