বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবলের ফাইনালে উঠেছে সিলেটের এমকে গ্যালাকটিকো ও যশোরের শামস-উল-হুদা এফএ ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিলেটের এমকে গ্যালাকটিকো ৩-০ গোলে এফসি খুলনাকে হারিয়ে প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে। প্রথামার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের হাসান, কাজল ও মুন্না একটি করে গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন সিলেটের হাসান। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন যুবায়ের।
উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে রিয়াদের দেয়া একামাত্র গোলে যশোরের শামসুল হুদা এফএ ১-০ ব্যবধানে গেন্ডারিয়া এফএ-কে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক মেহেদী হাসান মিলন। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ গোলাম আকবর।
আগামী শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
আজকের বাজার/লুৎফর রহমান