ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিদাহাস ট্রফি ২০১৮-ফাইনাল-ক্রিকেট-বাংলাদেশ ক্রিকেট-ভারত ক্রিকেট-মাশরাফি বিন মুর্তজা-Nidahas Trophy 2018-Final-Bangladesh Cricket-India Cricket-Cricket-Mashrafe Bin Mortaza-Rtvonline

শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত নিদাহাস ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল আজ। বাংলাদেশ-ভারত শিরোপা লড়াইয়ের এ ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

টেস্ট মর্যাদা পাওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনো কোনো প্রতিযোগিতার শিরোপাও জিততে পারেনি টাইগাররা। তাই আজ জিতলে খুলে যাবে ফাইনালের গেরোও।

তাই সারা দেশ অপেক্ষায় আছে সেই সেরা একাদশের জন্য যারা নিয়ে আসবে এক আবেগী ঐতিহাসিক জয়। এদিকে ভাবনা চলছে বাংলাদেশ একদশে পরিবর্তন আসবে নাকি ফাইনালে উইনিং কম্বিনেশন না ভেঙে অপরিবর্তিত থাকবে একাদশ।

এদিকে, ভারতীয় টপ অর্ডারে দুইজন মাত্র বামহাতি অধিকাংশ ডানহাতি ব্যাটসম্যান, সুতরাং সেই হিসেবে লেফটআর্ম স্পিনার্সরা ভালই সুবিধা পাবে।

ধাওয়ান ও সুরেশ রায়নার মত ব্যাটসম্যানকে ফেরাতে মোস্তাফিজের জাদু কার্যকরী সেটা আগেও প্রমাণ হয়েছে। রিয়াদ নিজেও চার ওভার বোলিং করার সামর্থ্য রাখে, রিয়াদ যেহেতু অফ ব্রেক বোলার তাই আজকের দিনে মেহেদী মিরাজের বদলে আরিফুল হককে দেখা যেতে পারে। আরিফুল হক মিডিয়াম পেসার, সেই সাথে লোয়ার অর্ডারে হার্ড হিটিং খেলার ইতিহাস আছে তার।

দলে স্পেশাল বোলার হিসেবে দেখা যেতে পারে, মোস্তাফিজ, রুবেল, সাকিব ও অপুকে। মাত্র ১২০ বলের খেলা, যতটা সম্ভব রানের লাগাম টেনে ধরে রাখতে পারলে ফলাফল বাংলাদেশের পক্ষে হতে পারে।

যদি আজও ভাগ্য সহায় হয়, টসে জিতে বাংলাদেশ আগে ফিল্ড নেয়ার সিদ্ধান্ত নেয়ার তবে রাত তাড়া করে জিততে দরকার হবে সাতজন ব্যাটসম্যান।

সম্ভাব্য বাংলাদেশে একাদশে আজ খেলতে পারেন: তামিম ইকবাল, লিটন দাশ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হাসান অপু, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

আজকেরবাজার/এস