ফাইনাল ওঠার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চার বছর আগে ঘরের মাঠে মিরাজ-শান্তরা ফাইনাল উঠতে পারেনি। এবার দক্ষিণ আফ্রিকার মাঠে সুযোগ হাতছাড়া করতে চায় না আকবর আলীরা। এ আসরে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং উভয় বিভাগে সেরা সামর্থ্য মেলে ধরছে তারা।

তবে স্পটলাইটে আলো ছড়িয়েছেন স্পিনার রকিবুল হাসান। গ্রুপ পর্বে হ্যাটট্রিকের পর কোয়ার্টার ফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট তুলে নেন ময়মনসিংহের এ বাঁহাতি স্পিনার।

সেমিফাইনালে আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। মৃত্যুঞ্জয়ের চোটে এ ম্যাচেও একাদশে হাসান মুরাদ। অপরদিকে, অনেকটা মিথের মতো ছিল কিউইদের সেমিতে ওঠা। ৮ উইকেটে ১৫৩ রান তুলেও শেষ পর্যন্ত উইন্ডিজদের বিপক্ষে ২৩৯ রানের টার্গেট অতিক্রম করে কিউই যুবারা। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু দুই দলের ফাইনালে ওঠার যুদ্ধ। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৩ এ।

বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ : রিজ মারিউ, ওলি হোয়াইট, ফার্গাস লেলম্যান, নিকোলাস লিডস্টোন, জেসে তাশকফ, বেবহ্যাম হুয়েলার, কুইন সানডে, আদিত্য অশোক, জোয়ে ফিল্ড, ক্রিশ্টিয়ান ক্লার্ক ও ডেভিড হ্যানক।

আজকের বাজার/আরিফ