বিশ্বব্যাপী ফাইন্যান্সিয়াল ব্র্যান্ডিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ফাইন্যান্সিয়াল ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০১৭ লাভ করেছে প্রাইম ব্যাংক।
রাজধানীর এক হোটেলে শনিবার,১৩ মে আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৭’ অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবি’র পক্ষে পদকটি প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান পদকটি গ্রহণ করেন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইজিপি এ কে এম শহীদুল হক, সশস্ত্র বাহিনীর পিএসও লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়িদ বিন হাযর আল শাহি প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৪ মে ২০১৭