ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল (ডিগ্রি) পরীক্ষা ২০১৫ এর ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী সংবাদ সম্মেলনের মাধ্যমে রবিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
ফাযিল প্রথম বর্ষে পাশের হার ৯৫.৮৭, দ্বিতীয় বর্ষে পাশের হার ৯০.৮৬ ও তৃতীয় বর্ষে ৯৭.২৩ শতাংশ। পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে আছে বলে সমীকরণে জানা গেছে।
এসময় ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলুর পরিচালনায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “যতদিন এই বিশ্ববিদ্যালয়ের অধীন ফাযিল কামিল ও অনার্স থাকবে ততদিন নকলমুক্ত, ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো ধরনের অনিয়ম থাকতে দিব না।”
ফাযিল পরীক্ষার ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে। ইতোমধ্যে ওয়েব সাইটে ফলাফল আপলোড করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।