সাতটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামীকাল বুধবার অনুষ্ঠেয় কমিটির বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বিদ্যুৎকেন্দ্র সাতটির সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৭৮৭ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রগুলো ফার্নেস তেলে পরিচালিত হবে।মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে-১১৩ মেগাওয়াট ক্ষমতার রংপুর বিদ্যুৎকেন্দ্র, ১১৫ মেগাওয়াট ক্ষমতার ঠাকুরগাঁও বিদ্যুৎকেন্দ্র, ১১৩ মেগাওয়াট ক্ষমতার বগুড়া বিদ্যুৎকেন্দ্র, ১১৫ মেগাওয়াট ক্ষমতার চাঁদপুর বিদ্যুৎকেন্দ্র, ১০৪ মেগাওয়াট ক্ষমতার নারায়নগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, ১১৩ মেগাওয়াট ক্ষমতার নোয়াখালি বিদ্যুৎকেন্দ্র ও ১১৪ মেগাওয়াট ক্ষমতার ফেনি বিদ্যুৎকেন্দ্র। সবগুলোই হচ্ছে আইপিপি বা স্বতন্ত্র বিদ্যুৎকেন্দ্র।
এর আগে ১০টি বিদ্যুৎকেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করা হলেও তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব ক্রয় কমিটিতে পাঠায়নি বিদ্যুৎ বিভাগ।
প্রসঙ্গত, ২০১৮ সাল নাগাদ উত্পাদন শুরুর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ফার্নেস অয়েলভিত্তিক ১০টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপত্র আহ্বান করে বিপিডিবি। ২০১৫ সালে ডলারের বিপরীতে ৭৮ টাকা ৬৬ পয়সা বিনিময় হার ধরে প্রতি ইউনিট বিদ্যুতের দর ১০ দশমিক ৪৩ সেন্ট ধার্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে ডলারের বর্তমান বিনিময় হার হিসাব করে দর প্রস্তাব করে দেশি বেশ কয়েকটি কোম্পানি। কয়েকটি বিদেশি কোম্পানিও দর প্রস্তাব করেছিল।
ওই সব কোম্পানি থেকে বাছাই করে গত নভেম্বরে ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি প্রাথমিক তালিকা করা হয়েছিল। পরবর্তীতে আরেকটি কেন্দ্রের জন্য প্রতিষ্ঠান বাছাই করা হয়। সর্বশেষ ৮ ডিসেম্বর বাকি তিনটি বিদ্যুৎ কেন্দ্রের জন্যও সর্বনিম্ন দর প্রস্তাবকারীদের বাছাই করা হয়। কিন্তু তিনটি কোম্পানির আগের পারফরম্যান্স ভালো নয় এমন অজুহাতে তালিকা থেকে তিনটি কেন্দ্রের নাম বাদ রাখার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বিভাগ।