ফারমার্স ব্যাংকের ৬০% শেয়ার বিক্রি করা হবে: অর্থমন্ত্রী

ফারমার্স ব্যাংক লিমিটেডের  ৬০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। দরকার হলে এসব শেয়ার বিক্রি করতে বাধ্য করা হবে এবং রাষ্ট্রীয় ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব শেয়ার কিনে নিবে।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, কোনোভাবেই আর ব্যাংক কেলেঙ্কারি হতে দেওয়া হবে না। কোনো ব্যাংককে আর মরতে দেওয়া হবে না। সরকার যেকোনো মূল্যে এসব ব্যাংককে রক্ষা করতে হবে।

এসময় তিনি জানান, ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।