পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২ শতাংশ নগদ। আর ১০ শতাংশ রি-ইনভেস্টমেন্ট ইউনিট।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত মেয়াদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। মার্কেট মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা শূন্য ৬ পয়সা। আর ক্রয় মূল্যে এনএভি হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা।
ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।
আজকের বাজার/ আরআর/ ১০ আগস্ট ২০১৭