ফার্স্ট ফিন্যান্সের এজিএম স্থগিত

আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের ২৪ ও ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোম্পানিটি উচ্চ আদালত থেকে অনুমতি না পাওয়ায় এজিএম স্থগিত করেছে।

আদলত থেকে অনুমতি পাওয়ার পর কোম্পানিটি এজিএমের নতুন তারিখ, সময় ও ভেন্যু জানাবে। এছাড়া এজিএমের রেকর্ড ডেট ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।