পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.৩৯ পয়সা।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭ টাকা ৩৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।