পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৬ মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ার প্রতি সমম্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৮২ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা।
সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩ মাসে (এপ্রিল-জুন’ ১৭) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ১৪ টাকা ৮২ পয়সা।
আজকের বাজার: এলকে/এলকে ২৩ জুলাই ২০১৭