পুজিঁবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ব্যাংকটিকে ৭০০ কোটি টাকার সম্পূর্ণ রিডেম্বরল নন-কনভার্টেবল মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডেম্বল এবং আনস্ক্রিনড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড। ৭ বছরের এ বন্ডটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্র্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক টায়ার-টু ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে পারবে।
বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরন্স লিমিটেড।
আজকের বাজার /মিথিলা