ডিএমপির উদ্যোগে এ রমজানের তৃতীয় দিন রোববার (২০ মে) রাজধানীর নিউ মার্কেটে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন বিভিন্ন ফাস্টফুড দোকান থেকে উদ্ধার করা হয় পঁচা দই, ছত্রাক পড়া জালি কাবাব।
নিউ মার্কেটের ক্যাপিটাল ফাস্টফুড দোকান, সৈকত, আলামিন ও ক্যাপরি নামক ফাস্টফুডের দোকানসহ আরে বেশকিছু ফাস্টফুড দোকানে পঁচা দই, ছত্রাক পড়া জালি কাবাব, পুরনো চটপটিতে ভরপুর। এসব খাবার বাইরে রাখতেই ভনভন করে মাছি উড়ছে।
দুপুর পৌনে ১টা। ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমান রাজধানীর নিউ মার্কেটের ২৫১/২৬২ ক্যাপিটাল ফাস্টফুড নামক দোকানে ঢুকলেন। ফ্রিজ খুলতেই বেরিয়ে এলো তেলাপোকায় খাওয়া আপেল। এটা কী? জিজ্ঞাসা করতেই কর্মচারীদের চোখ ছানাবড়া। একই সঙ্গে দেখা যায়, দোকানটিতে ফাঙ্গাস যুক্ত কাবাব, নষ্ট চিকেন ফ্রাইড রাইস। এসব দেখে মসিউর রহমান এক কর্মচারীকে গ্রেফতারের নির্দেশ দেন।
আজকের বাজার/আরআইএস