কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন দ্য ডার্ক টাওয়ার ও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসখ্যাত অভিনেতা হলিউড সুপারস্টার ইদ্রিস এলবা। এক টুইটের মাধ্যমে জনপ্রিয় এই অভিনেতা নিজেই জানান তার করোনায় আক্রান্ত হওয়ার কথা। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।
তিনি জানান, বেশ কিছুদিন থেকে শরীর নিয়ে অস্বস্তি হচ্ছিল তার। এরপর করোনা পরীক্ষা করে জানতে পারেন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তার কাছ থেকে যেন ভাইরাস আর না ছড়ায়, সে কারণে সবার থেকে আলাদা থাকছেন ইদ্রিস এলবা।
এর আগে হলিস্টার টম হ্যাঙ্কস ও তার অভিনেত্রী স্ত্রী রিটা উইলসনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আরও শোনা গেছে, জেমস বন্ডের নায়িকা ওলহা কোরেল্যাঙ্কো করোনা আক্রান্ত হওয়ার খবর।
‘কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে, আতঙ্কিত হবেন না।’ উল্লেখ করে ইদ্রিস এলবা বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে, এ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। নিজেকে পরিষ্কার রাখুন, সময় মতো হাত পরিষ্কার করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।’
আজকের বাজার / এ.এ