পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহর্ভূত অার্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৭ মার্চ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
কোম্পানিটি ২০১৬ সালে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানিটির ৩২ দশমিক ৮২ শতাংশ শেয়ার কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে।
আরএম/