ফাস ফাইন্যান্সের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১৯ এপ্রিল, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রেকর্ড ডেটের পর রোববার কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩২ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৮ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/