ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে সোমবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বনানীর এফআর টাওয়ারে অগ্নিনির্বাপণের সময় উদ্ধার কাজ করতে গিয়ে আহত সোহেল সোমবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গের এক ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হয়ে থাকবেন সোহেল রানা।
শেখ হাসিনা ফায়ারকর্মী সোহেলের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান।
সোহেল কুর্মিটোলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন। ২৮ মার্চ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ভবনটিতে আটকা পড়া লোকজনদের উদ্ধার করতে গিয়ে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ) ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।
এফআর টাওয়ারের আগুনে ২৬ জন নিহত ও প্রায় শতাধিক লোক আহত হন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ