২০১৯ বিশ্বকাপে ম্যাচ চলাকালীন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের হাই তোলার ছবি ভাইরাল হয়েছিল ক্রিকেটবিশ্বে৷ সমালোচনায় মুখর হয়েছিলেন প্রাক্তনরা৷ কিন্তু পাক ক্রিকেটারদের নিয়ে নতুন বছরে নতুন নিয়ম চালু করল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷
পিসিবি-র তরফে শুক্রবার জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় চুক্তি থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবেই৷ না-হলে গুনতে হবে জরিমানা৷ ফিটনেস পরীক্ষা হবে ৬ ও ৭ জানুয়ারি জাতীয় অ্যাকাডেমিতে পাক দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ইয়াসির মালিকের তত্ত্ববধানে৷ যে পাঁচটি বিষয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে সরফরাজদের তা হল ফ্যাট অ্যানালিসিস, স্ট্রেন্থ, এন্ডুরান্স, স্পিড এন্ডুরান্স, ক্রস-ফিট এবং ক্যারি ইকুয়াল ওয়েটেজ৷
ফিটনেস টেস্টে পাস করতে না-পারলে ক্রিকেটারদের মাসিক বেতনের ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এমনকী একাধিক টেস্টে ফেল করলে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পিসিবি। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটারকে এই ফিটনেস টেস্টে অংশ নিতে হবে। মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ এখন বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলছেন। ফলে তাঁরা ফিটনেস টেস্টে থাকবেন না। এই দু’জনের ফিটনেস টেস্ট হবে ২০ ও ২১ জানুয়ারি।
পাক ক্রিকেটারদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ বিরিয়ানি খেতে বসলে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কারও আবার অভিযোগ ছিল, শরীরচর্চার ধারে-কাছে যান না সরফরাজ আহমেদরা। এসব অভিযোগ উঠেছিল বিশ্বকাপে সরফরাজের হাই-কাণ্ডের পর। বিশ্বকাপে ম্যাচের মাঝেই সরফরাজের হাই তোলার ছবি ভাইরাল হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন উইকেট পিছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে। সরফরাজের সেই কাণ্ড নিয়ে বিস্তর সমলোচনার পাশাপাশি অভিযোগ উঠেছিল একাধিক পাক ক্রিকেটার ফিট নয় বলে। আর সেই দাবি ও অভিযোগের পর নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আজকের বাজার/লুৎফর রহমান