ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বেলজিয়াম, সেরা ১০-এ নেই আর্জেন্টিনা

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেই ২০১৮ সাল শেষ করলো বেলজিয়াম। গত চার মাস ধরে টানা শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হলো এডেন হ্যাজার্ড, লুকাকুরা।

অন্যদিকে বেলজিয়ামের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ১৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে ফ্রান্সের অবস্থান দ্বিতীয়। আর বেলজিয়ামের রেটিং ১৭২৭।

র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছে ব্রাজিল (রেটিং পয়েন্ট ১৬৭৬)। চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া (রেটিং পয়েন্ট ১৬৩৪)। ১৬৩১ রেটিং নিয়ে তাদের ঠিক পরেই রয়েছে ইংল্যান্ড।

৬ষ্ঠ স্থানে রয়েছে পর্তুগাল। গত মাসে পর্তুগাল ও ইংল্যান্ড উয়েফা ন্যাশন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে।

উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক যথাক্রমে ৭, ৮, ৯ ও ১০ নম্বরে রয়েছে। তবে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা সেরা ১০-এ জায়গা পায়নি। ১৫৮২ রেটিং নিয়ে তাদের অবস্থান ১১তম।

এশিয়া থেকে ইরান ২৯তম স্থানে রয়েছে। আর ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার রয়েছে ৯৩ নম্বরে। আফ্রিকার সেরা দল সেনেগাল রয়েছে ২৩ নম্বরে।

আজকের বাজার/এমএইচ