ফিরছেন মাহি

বিয়ের পর দীর্ঘ বিরতি নিয়ে দর্শকদের কাছে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা মাহিয়া মাহি। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘অনেক দামে কেনা’। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি গত বছরের এপ্রিলে মুক্তি পায়। আসছে ৬ অক্টোবর মুক্তি পাবে তার ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। দীপংকর দিপনের পরিচালনায় এ ছবিতে মাহির নায়ক আরিফিন শুভ। প্রায় দেড় বছর পর মাহির মুখ বড় পর্দায় দেখবেন দর্শক।

মাহি বলেন, গত বছর বিয়ের পর কিছুটা বিরতি নিয়েছিলাম। এরপর বেশকিছু ছবির কাজও শেষ করেছি। ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি অক্টোবরে মুক্তি পাবে। এখানে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। এছাড়াও শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এ ছবিগুলো মুক্তি পাবে।

আজকের বাজার: আরআর/ ১৬ সেপ্টেম্বর ২০১৭