প্রায় এক বছর বিরতি শেষে অভিনয়ে ফিরলেন আলোচিত অভিনেত্রী-নৃত্যশিল্পী কবির তিথি। বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’ এ অভিনয় শুরুর মধ্য দিয়ে বিরতি ভাঙতে যাচ্ছেন তিথি।
এ প্রসঙ্গে তিথি বললেন, শুক্রবার ২৪ নভেম্বর থেকে ‘মেঘে ঢাকা শহর’ নাটকটির শুটিংয়ে অংশ নেব আমি। প্রায় এক বছর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিতভাবে আবার অভিনয়ে মনোযোগ দিবো। নাটকের গল্পে দেখা যাবে আমি ও সাজু ভাই (সাজু খাদেম) গ্রাম থেকে এসে শহরের একটি বাড়িতে আশ্রয় নেই। বাড়ির মালিকানা নিয়ে নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যায় গল্প।
তিথি আরো জানান, আসছে ডিসেম্বরে মালয়েশিয়ায় একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তিনি। তিথি ছাড়াও ওই অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস সোহো আরো বেশকিছু বাংলাদেশী তারকা অংশগ্রহণ করার কথা রয়েছে। এর বাইরে ভারতের উড়িষ্যায় থার্টিফাস্ট নাইটের একটি বিশেষ অনুষ্ঠানেও পারফর্ম করার কথা রয়েছে তার।
আজকের বাজার: আরআর/ ২৩ নভেম্বর ২০১৭