রেডিও কিংবা টেলিভিশন। সবখানেই সরব উপস্থিতি নওশীনের। তবে মাঝে কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। এবার দীর্ঘ বিরতির পর আবার ফিরলেন তিনি।
তার এই প্রত্যাবর্তন হচ্ছে উপস্থাপনা দিয়ে। বৈশাখী টেলিভিশনের নতুন গেম শো ‘লেডি উইনার’-এর মাধ্যমে।
অনুষ্ঠানটি সম্প্রচার হবে প্রতি শুক্রবার রাত সাড়ে ৮টায়। অনুষ্ঠানে প্রতি পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। নাচ, গান, অভিনয়, গেম, কুইজ, ছবি দেখে বলাসহ নানা সেগমেন্টে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
নওশীন বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ভীষণ উপভোগ করি। গতানুগতিক ধারার বাইরে কিছু করতে চাইছিলাম। সে রকম পাচ্ছিলাম না বলে উপস্থাপন করা হয়ে ওঠেনি। হঠাৎ বৈশাখী টেলিভিশনের ‘লেডি উইনার’ অনুষ্ঠান উপস্থাপনার অফারটি পাই, অনুষ্ঠানের স্ক্রিপ্ট দেখে মনে হয়েছে, কাজটি একটু অন্য রকম; তারপর তো শুরুই করে দিলাম। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস আলী সোহেল।
আরএম/