ফিরলেল ঊর্মিলা, তবে…

সর্বশেষ ২০০৮ সালে হিমেশ রেশামিযার সিনেমা ‘কর্জ’-এ দেখা গিয়েছিলো তাকে। এরপর টুকটাক মারাঠি সিনেমায় কাজ করলেও হিন্দি সিনেমার বড়পর্দায় আর দেখা যায়নি ‘রঙ্গিলা’ খ্যাত নায়িকা উর্মিলা মাতণ্ডকরকে।

এবার তিনি ফিরলেন ঠিকই, তবে ছবির নায়িকা হিসেবে নয়, আইটেম গার্ল হিসেবে! বয়স এখন ৪৪। গতবছর বসেছেন বিয়ের পিড়িতেও। কিন্তু উর্মিলার ছিপছিপে শরীরের সেসবের ছাপ কই? ‘ব্ল্যাকমেইল’ সিনেমার আইটেম সং ‘বেওয়াফা বিউটি’তে দেখা দিলেন সেই চিরচেনা আবেদনময়ী রূপেই!

‘ব্ল্যাকমেইল’ সিনেমার নায়ক-নায়িকা ইরফান খান এবং কীর্তি কুলহারি। সিনেমার ঘটনা এক স্বামীকে নিয়ে, একদিন ঘটনাক্রমে যে স্ত্রীকে আবিষ্কার করে অন্য পুরুষের বিছানায়। কিন্তু এ নিয়ে হইচই না করে স্ত্রী ও তার প্রেমিক- দুজনকেই ব্ল্যাকমেইল করে টু পাইস কামানোর ফন্দি আঁটে সে।

নতুন কোনো সিনেমার নায়িকা হিসেবে ফের উর্মিলাকে দেখা যাবে কিনা- সে নিয়ে এখনও সন্দিহান হিন্দি ছবির দর্শক। তবে ‘ব্ল্যাকমেইল’-এর প্রযোজকেরা এই আইটেম গানটিকেই তার ‘কামব্যাক’ হিসেবে অভিহিত করছেন।

এস/