মিরপুরে সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্জাকের ছোবলে বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। ৩ উইকেট তুলে নিয়েছেন ৪ বছর পর টেস্টে ফেরা আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন পর দলে ফিরে চমকই দেখারেই এই স্পিনার।
ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি শ্রীলঙ্কার। টাইগার বোলারদের সতর্কতার সঙ্গেই মোকাবেলা করে ভাল জুটি গড়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও করুনারত্নে। তবে, সে আশা পূরণ হয়নি।
করুনারত্নেকে ফিরিয়ে দুজনের ১৪ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন রাজ্জাক। এরপর ব্যক্তিগত ১৯ রানেই ধনঞ্জয় ডি সিলভার উইকেট নিয়েছেন তাইজুল। মারমুখী হয়ে খেলতে থাকার পরিণামে উইকেট বিলিয়ে এসেছেন এ টেস্টে সুযোগ পাওয়া গুনাথিলাকাও।
পরের বলেই রাজ্জাকের স্পিন ভেলকিতে বোল্ড হয়ে প্যাভেলিয়নের পথ ধরেন লঙ্কান অধিনায়ক চান্ডিমাল। এ টেস্টে একাদশে দুটি করে পরিবর্তন এনেছে স্বাগতিক এবং সফরকারীরা।
টাইগার একাদশে সানজামুলের পরিবর্তে এসেছেন আব্দুর রাজ্জাক। এছাড়া, লোয়ার-মিডল অর্ডারে মোসাদ্দেক সৈকতের পরিবর্তে খেলবেন সাব্বির রহমান। অন্যদিকে লঙ্কান একাদশে সান্দাকানের পরিবর্তে অভিষেক হয়েছে অফস্পিনার আকিলা ধনঞ্জয়ার।
আজকের বাজার :আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮