ফিরে গেলেন বিজিবির হাতে আটক তিন বিএসএফ সদস্য

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) তিন সদস্যকে রাজশাহীতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার ২৫ ডিসেম্বর বেলা দেড়টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বিএসফের তিন সদস্য হলেন এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার।

বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, হারুডাঙ্গায় সীমানা পিলার ভেঙে গেছে। এ কারণে ভুল করে বিএসএফের ৩৮ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তাদের ফেরত দেওয়ার জন্য বিএসফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

এর আগে রবিবার রাতে বিএসএফ সদস্যরা মাঝারদিয়াড় সীমান্তের কাছে টহল দিচ্ছিলেন। একই সময়ে বিজিবি সদস্যরাও টহল দিচ্ছিলেন। এ সময় একদল চোরাকারবারি ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। একপর্যায়ে তারা সীমান্তের জিরোলাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়লে বিজিবি সদস্যরা তিন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আজকের বাজার: এলকে/ ২৫ ডিসেম্বর ২০১৭