সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ৫ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ৮৬ নং রোডের ১ নাম্বার বাসা ‘ফিরোজা’ থেকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দীন দিদার আজকেরবাজারকে এ তথ্য জানান। তবে কী কারণে পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তা তিনি বলতে পারেননি।
দিদার জানান, খালেদা জিয়ার গুলশানের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১ জন এএসআইয়ের নেতৃত্বে ৪ জন কনস্টেবল। তাদেরকে আজ বিকেল সাড়ে ৩টার দিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এস/