ফিলিপসের সেঞ্চুরিতে শ্রীলংকাকে হারিয়ে সেমির পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড

গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে শ্রীলংকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড।
গ্রুপ ১-এ আজ সুপার টুয়েলভে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৬৫ রানে হারিয়েছে শ্রীলংকাকে। ৬৪ বলে ১০৪ রান করেন ফিলিপস।
এই জয়ে ৩ খেলায় ২ জয় ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়াতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৩ করে পয়েন্ট নিয়ে টেবিলের পরের তিনটি স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে এশিয়ার সেরা দল শ্রীলংকা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। ৪ ওভারেই মধ্যে প্যাভিলিয়নে ফিরেন নিউজিল্যান্ডের টপ-অর্ডারের তিন ব্যাটার।
দুই ওপেনার ফিন অ্যালেন-ডেভন কনওয়ে ১ রান করে ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৮ রানে বিদায় নেন।
১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উঠার দায়িত্ব পান ফিলিপস ও ড্যারিল মিচেল।
ইনিংসের সপ্তম ওভারে স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে লং অফে পাথুম নিশাঙ্কাকে সহজ ক্যাচ দিয়ে ব্যক্তিগ ১২ রানে জীবন পান ফিলিপস।
জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি ফিলিপস। চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে ৬৪ বলে ৮৪ রানের জুটি গড়ে দলকে বিপদ মুক্ত করেন তিনি।
মিচেলকে ব্যক্তিগত ২২ রানে বিদায় করে জুটি ভাঙ্গেন শ্রীলংকার সেরা স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা।
১৫তম ওভারে দলীয় ৯৯ রানে মিচেল ফেরার পর  দলকে একাই সামনের দিকে টানেন ফিলিপস। ১৯তম ওভারের পঞ্চম বলে চার মেরে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করেন ফিলিপস। এবারের বিশ^কাপে দ্বিতীয় ও সব মিলিয়ে টুর্নামেন্ট ইতিহাসে এটি ১১তম সেঞ্চুরি ।
শত রান পুর্ন করতে ৬১ বল খেলা  ফিলিপস ২০২০ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন।
ইনিংসের শেষ ওভারে ফিলিপসের উইকেট শিকার করেন পেসার লাহিরু কুমারা। ৬৪ বল খেলে ১০টি চার ও ৪টি ছক্কায়১০৪ রান করেন ফিলিপস । তার  সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে নিউজিল্যান্ড।
১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে শ্রীলংকা। চতুর্থ ওভারের মধ্যে দলীয়  ৮ রানেই  ৪ উইকেট হারায় উপমহাদেশের দলটি।
প্রথম ওভারে নিশাঙ্কাকে খালি হাতে ফেরান সাউদি। এরপর কুশল মেন্ডিস-চারিথ আসালঙ্কা ৪ রান করে, ধনাঞ্জয়া ডি সিলভাকে শূন্যতে বোল্টের শিকার হন।
সাউদি ও বোল্টের তোপের পর শ্রীলংকাকে বেকাদায় ফেলেন নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধি। দু’জনে ২টি করে উইকেট নিলে ১০২ রানে অলআউট হয় শ্রীলংকা। মাঝে ভানুকা রাজাপাকসের ৩৪ ও অধিনায়ক দাসুন শানাকার ৩৫ রান শ্রীলংকার হারের ব্যবধানই কমিয়েছেন মাত্র।
৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন বোল্ট। ২টি করে শিকার ছিলো স্যান্টনার ও সোধির। ম্যাচ সেরা হন ফিলিপস।
আগামী ১ নভেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। একই দিন আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলংকা।