ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১২
জঙ্গি নিহত হয়েছে। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
মিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও দেল সুর প্রদেশে সোমবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অঞ্চলটি কমিউনিস্ট বিদ্রোহী থেকে শুরু করে ইসলামপন্থী জঙ্গিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল।
এদিকে ফিলিপাইনের সেনাবাহিনী বলেছে, বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স-করিয়ালান গ্রুপের নেতা এবং তার ভাই ১০ জন যোদ্ধাসহ নিহত হয়েছে। আহত হয়েছে সাত সেনা।
উল্লেখ্য, ফিলিপাইনের অশান্ত দক্ষিণ এক দশকের পুরনো মুসলিম বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ এবং ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য ঘোষণা করা চরমপন্থী দলগুলোর আবাসস্থল।