ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শনিবার ৬.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে,মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে সকাল ৬:৩০ টার (২২৩০ জিএমটি) আগে অগভীর সমুদ্রে ভূমিকম্পটি আঘাত হানে।
এসময় অনেকেই ঘুমিয়ে ছিলেন,প্রবল ঝাঁকুনিতে তারা জেগে ওঠেন।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা এবং ফিলিপাইনের সিসমোলজিক্যাল এজেন্সি জানায়,ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় সিসমোলজিক্যাল এজেন্সি আরও বলেছে, ভূমিকম্প থেকে কোনও ক্ষয়ক্ষতির আশা করা হয়নি,তবে এটি এই অঞ্চলে আফটারশকের বিষয়ে সতর্ক করেছে।
লিঙ্গিগ মিউনিসিপ্যালিটিতে,যেখানে বার্সেলোনা অবস্থিত,স্থানীয় দুর্যোগ কর্মকর্তা ইয়ান অনসিং বলেছেন,কম্পনে তিনি জেগে উঠেছেন।
ওনসিং টেলিফোনে এএফপিকে বলেন,‘কম্পন বেশ শক্তিশালী ছিল। এখানকার চারপাশের জিনিসগুলো নড়ছিল। আমার ধারণা,কম্পন প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল।’
তিনি বলেন,‘আমি আর কোন ক্ষয়ক্ষতির আশা করছি না,তবে আমরা নিশ্চিত হওয়ার জন্য সকাল ৮টার দিকে আবার এলাকা ঘুরে দেখব।’
‘এখন পর্যন্ত, কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা এখন উপকূলগুলো পর্যবেক্ষণ করছি।’
বার্সেলোনা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে হিনাতুয়ান পৌরসভায়, স্থানীয় দুর্যোগ কর্মকর্তা জেরোম রামিরেজ প্রবল কাঁপুনি থেকে যন্ত্রপাতিগুলো ‘প্রায় ৩০ সেকেন্ডের জন্য নড়তে’ দেখেছেন।