ফিলিপাইনের সবচেয়ে ধনী ব্যক্তি মারা গেছেন

ফিলিপাইনের সবচেয়ে ধনী ব্যক্তি হেনরি সাই শনিবার মারা গেছেন। তিনি একজন চীনা অভিবাসী ছিলেন। বলতে গেলে তিনি শুন্য থেকে হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসায়িক সা¤্রাজ্য গড়ে তোলেন।
চীনের জিয়ামেন নগরী থেকে আসা ৯৪ বছর বয়সী এই ব্যবসায়ী ফিলিপাইনের সর্ববৃহৎ শপিং চেইন গড়ে তোলেন।
ফোবর্স ডট কম পত্রিকা জানায়, শুক্রবার তার সম্পদের পরিমাণ ছিল ১৯শ’ কোটি মার্কিন ডলার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তার এসএম গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হেনরি শনিবার ভোরে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’
সাই ১৯৫৬ সালে নগরীর কেন্দ্রস্থলে তার প্রথম জুতার দোকান শুরু করেন। পরবর্তীতে এখান থেকেই বিভিন্ন সম্পত্তি, ব্যাংকিং, খনি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন।