ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ উপকূলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯। এতে ফিলিপাইন ও পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে সুনামির হুমকি রয়েছে। পর্যবেক্ষকরা একথা জানান। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি দাভাও নগরীর দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উপকূল বরাবর সুনামির সম্ভাবনা রয়েছে।