ফিলিপাইনে গাড়ি দুর্ঘটনায় নিহত ২

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে লেগুনা প্রদেশে একটি যাত্রীবাহী জিপনি নিয়ন্ত্রন হারিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দিলে দুই বছরের একটি মেয়েসহ দুইজন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছে। পুলিশ শনিবার এই কথা জানায়।
পুলিশ জানায়, নাগকারলান শহরে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একটি রাস্তা দিয়ে নামার সময় জিপনিটি তখন রিকসা, ই-বাইক, খেলাধুলার সামগ্রী বোঝাই যানবাহন ও একটি ট্রাককে ধাক্কা দেয় এবং এটি ঠিক থামার আগে রাস্তার পাশে থেমে থাকা একটি জিপ ও দু’টি মোটর সাইকেলকে ধাক্কা মারে। খবর সিনহুয়ার।
দুর্ঘটনায় রাস্তা পার হওয়ার পথে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, ই-বাইকের এক নারী আরোহি আহত হলে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ জিপনি চালককে আটক করেছে।