ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহত ১৯, আহত ৫০

ফিলিপাইনের দক্ষিণে জোলো দ্বীপে একটি রোমান ক্যাথলিক গির্জা লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন।

স্থানীয় সময় রোববার প্রার্থনা সমাবেশের সময় এ হামলা চালানো হয়।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্রার্থনা সভা চলাকালে ওই গির্জার কাছাকাছি প্রথম বোমা হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ শুরু করলে কিছুক্ষণ পরেই গির্জা প্রাঙ্গণের বাইরে আরেকটি বোমা বিস্ফোরিত হয়।

ফিলিপাইনের পুলিশ প্রধান জানান, হামলায় সেনা সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৪৮ জন আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী জানায়, জোলো দ্বীপে মুসলিম জঙ্গিরা সক্রিয় রয়েছে। আবু সায়াফ জঙ্গিদের বোমা হামলা, অপহরণ, শিরশ্ছেদসহ বিভিন্ন অপকর্মে দ্বীপটি দীর্ঘদিন ধরে অস্থির অবস্থায় রয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের কালো তালিকাভুক্ত।

এদিকে এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তথ্যত-ইউএনবি

আজকের বাজর/এমএইচ