ইফুন ম্যাংখুতের আঘাতে ধ্বংসযজ্ঞে পরিনত হয়েছে ফিলিপাইন জুড়ে।
রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন হতে পারে।
সরকারি দুর্যোগ ব্যবস্থাপনার কো-অর্ডিনেটর এএফপিকে বলেন, আমরা জানাচ্ছি যে, শক্তিশালী এই টাইফুনে ২৫ জনের প্রানহানি হয়েছে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ