ফিলিপাইনে, বন্যা, ভূমিধস : নিহত ৯০

ফিলিপিন্সে ক্রান্তীয় ঝড়ের আঘাতের পর ভূমিধ্বস ও বন্যায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। অধিকাংশ মানুষ স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্যোগের মদ্যে পড়েন। হতাহতদের সবাই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা।
শনিবার দেশটির পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সুলু সাগর থেকে শক্তি সঞ্চয় করছে এবং ৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরের মধ্য ঝড়টি সাগর পার হয়ে যেতে পারে এবং সোমবারের মধ্যে ফিলিপাইনের সীমানা ছেড়ে যেতে পারে বলে জানিয়েছে তারা।
ঝড়ের পর জীবিতদের খুঁজে বেরকরা, আবর্জনা পরিষ্কার করা ও যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জরুরি বিভাগের কর্মী, সৈন্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভিন্ন এলাকা থেকে নিহতদের বিষয়ে খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম। এসবের মধ্যে লানাও দেল নোর্তে প্রদেশের টুবোড, এল সালভাদর ও মুনাই শহরে ৩৯ জন নিহত হয়েছেন।
জামবোয়াঙ্গা দেল নোর্তে প্রদেশের পুলিশ জানিয়েছে, সিবুকো শহরে ৩০ জন ও সালুগ শহরে ছয়জন নিহত হয়েছেন।
বুকিদনোন প্রদেশে আরও তিনজন নিহত হয়েছেন। অপরদিকে লানাও দেল সুর প্রদেশের রাজনীতিকরা জানিয়েছেন, তাদের এখানে সাতজন আকস্মিক বন্যায় ডুবে মারা গেছেন।

পুলিশ ও কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, বন্যা ও ভূমিধ্বসে মোট ৬৪ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা অপর এক ঘূর্ণিঝড়ে ৪৬ জন নিহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স

আজকের বাজার: এসএস/সালি, ২৩ ডিসেম্বর ২০১৭