ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২১ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল। এমন সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনো। খবর: এ এফপি
বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।
আজকের বাজার/আরজেড