বাড়ির ওপর বিমান ভেঙে পড়ায় ফিলিপাইনের বুলাকাতে ১০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে প্লারিডাল বিমানবন্দরে অবতরনের সময় বিমানটি বাড়ির ওপর ভেঙে পড়লে এমন ঘটনা ঘটে।
এ ব্যপারে দ্য ম্যানিলা টাইসম বুলাকা পুলিশ সুপারকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই সময় বিমানে ক্যাপ্টেন সহ ছ’জন যাত্রী ছিল। সকলে মারা গেছেন। যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে সেখানে আরও চারজন মারা গেছেন বলে জানানো হয়েছে।
বুলাকার পুলিশ সুপার রোমিও কারামাট জানিয়েছেন, ছয় আসন বিশিষ্ট বিমানটির রেজিস্ট্রি নম্বর আরপি-সি২৯৯।
তবে বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা জানা যায়নি।
আজকের বাজার/আরজেড