ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (৩১ জুলাই) একটি সেনা চৌকিতে বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।
দেশটির সংঘাতপূর্ণ এ অঞ্চলে এটি সর্বশেষ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
সামরিক মুখাপত্র লে: কর্নেল জেরি বাসানা জানান, সেনা সদস্য ও সরকারপন্থী মিলিশিয়ারা ওই নিরাপত্তা ফাঁড়িতে একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, প্রধানত খ্রিস্টান অধ্যুষিত লামিতান নগরীর উপকণ্ঠে এ শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে একজন সৈন্য ও কয়েকজন মিলিশিয়া সদস্য নিহত হয়।
কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কাজ শুরু করেছে।
স্থানীয় কর্মকর্তা মুজিভ হতামান এএফপি’কে বলেন, এ বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
আজকের বাজার/একেএ