ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলের একটি মসজিদে বুধবার গ্রেনেড হামলায় দু’জন নিহত হয়েছে। একটি ক্যাথোলিক চার্চে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এই হামলা চালানো হলো। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
আঞ্চলিক সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গেরি বেসানা জাম্বোয়াঙ্গা নগরীতে এই হামলা সম্পর্কে বলেন, ‘একটি মসজিদে গ্রেনেড হামলায় দু’জন নিহত ও অপর চারজন আহত হয়েছে।’
মিন্দানাওয়ের ওই মসজিদে হামলার সময় তারা সেখানে ঘুমিয়ে ছিল।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ জোলো দ্বীপের একটি গির্জায় রোববারের বোমা হামলায় ২১ জনের প্রাণহানির পর দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকার মধ্যেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।
ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) গির্জায় হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে।
ফিলিপাইন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায়, এটা আত্মঘাতী হামলা ছিল না।
তবে মঙ্গলবার প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, একজন হামলাকারী গির্জার বাইরে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
ফিলিপাইন কর্তৃপক্ষ মসজিদে বুধবারের গ্রেনেড হামলার কঠোর নিন্দা জানিয়েছে।
আঞ্চলিক নেতা মুজিভ হাতামান বলেন, ‘এই ধরনের হত্যাকা-ের কোন ক্ষতিপূরণ নেই। প্রার্থনারত মানুষের উপর হামলা একেবারে কাপুরুষের কাজ।’
তিনি আরো বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে একসাথে শান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’