ফিলিপাইনের একটি শপিংমলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির রাজধানী ম্যানিলা থেকে ৮শ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও শহরে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, দাভাও শহরের একটি শপিংমলের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়লে ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয় এক কর্মকর্তা জানান, আটকা পড়া ওই সব মানুষের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বিবিসি
আজকের বাজার: এসএস/এলকে/ ২৪ ডিসেম্বর ২০১৭