ফিলিপাইনের উত্তরাঞ্চলে শনিবার সুপার টাইফুন ম্যাংখুত আঘাত হেনেছে। এর প্রভাবে সেখানে প্রচন্ড ঝড়-বৃষ্টি হচ্ছে। এদিকে কর্তৃপক্ষ এর গতিপথের সম্ভাব্য ভয়াবহ ধ্বংযজ্ঞের ব্যাপারে সকলকে সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মধ্যরাতের পর চীনের উপকূলীয় লুজন দ্বীপে টাইফুন ম্যাংখুতের আঘাতে অনেক গাছপালা ভেঙ্গে পড়ে, বহু ঘরবাড়ির ছাদ উড়ে যায় এবং অনেক এলাকার বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়ার পূর্বাভাসে এটিকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে অভিহিত করা হয়। এ কারণে ইতোমধ্যে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
বর্তমানে এটি চীনের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টির ঘণ্টায় সর্বোচ্চ গতি ৩৩০ কিলোমিটার এবং সর্বনি¤œ গতি ১৮৫ কিলোমিটার।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে। এতে শত শত লোক প্রাণ হারায় এবং লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।
সূত্র – বাসস