ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও দেল সুর প্রদেশে রোববার রিকটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইনের সিসমোলজি ও ভলকানোলজি ইনস্টিটিউট এ কথা জানায়।
ইনস্টিটিউট জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ম্যাগসাইসে শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূগর্ভের ১৫ কিলোমিটার গভীরে।
উৎপত্তিস্থল মূল টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত, ফলে আরো ভূমিকম্প হতে পারে এবং এটি ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
কাদাপাওয়ান সিটি, দক্ষিণ কোতাবাতোর কোরোনাদাল সিটি এবং মিন্দানাও অঞ্চলের অন্যান্য এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রশান্তমহাসাগরের ‘রিং অব ফায়ার’ সংলগ্ন হওয়ায় ভূতাত্ত্বিক অস্থিরতার কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।