স্থানীয় সময় বুধবার রাতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার কম্পনটি দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। এই ভূমিকম্পের কারণে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৭টা ৩৭ মিনিটে মিন্দানাও প্রদেশের ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমের শহর জেনারেল সান্তোসে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিলো দাভাও শহরের ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) জানিয়েছে, দাভাও ডেল সুর প্রদেশের ম্যাগসেসে এলাকায় ভূমিধসে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। টুলুনান এলাকায় নিহত হয়েছে এক শিশু এবং আহত হয়েছে দুজন। ভূমিকম্পে হৃদক্রিয়া বন্ধ হয়ে কোটাবাটো এলাকায় একজনের মৃত্যু হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান