ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অন্তত ৮৫ আরোহী নিয়ে রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির সশস্ত্র বাহিনী প্রধান এ খবর জানিয়েছেন।
জেনারেল সিরিলিতো সোবেজানা বলেন, বিমানটি সুলো প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়। সি-১৩০ বিমানের জলন্ত ভগ্নাবশেষ থেকে এ পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আরো জীবন বাঁচানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
বিমান আরোহীর অধিকাংশ সামরিক প্রশিক্ষণ নিয়ে তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশ নিতে তাদের প্রত্যন্ত এলাকায় মোতায়েন করা হচ্ছিল।