ফিলিপাইন ও চাইনিজ কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ এ দাঁড়িয়েছে। তবে এখনো অনেকে নিখোঁজ থাকার ফলে হতাহতের এ সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা করছে তারা। খবর ইএনবি’র।
ঘূণিঝড়টি ম্যানখুত থেকে দুর্বল হয়ে সোমবার সকালে দক্ষিণ চীন সাগরের দিকে ঘনিভূত হলেও মঙ্গলবার পর্যন্ত ওই এলাকায় বৃষ্টিপাতের সাথে বাতাসের তীব্র বেগ থাকতে পারে।
ফিলিপাইনের জাতীয় পুলিশ রিপোর্টে অনুসারে, সোমবার মধ্যাহ্ন পর্যন্ত ৬৫ জন নিহত, ৪৩ জন নিখোঁজ এবং ৬৪ জন আহত হয়েছেন।
এদিকে চাইনিজ কর্তৃপক্ষ বলছেন, ঝড়ের সময় গাছ থেকে পড়ে ও চীনের একটি কারখানা এলাকায় ভবন নির্মাণের সরঞ্জাম পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
ফিলিপাইনের নিখোঁজের বেশিরভাগই স্বর্ণ খনিতে কাজ করতো। ফলে তাদের পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে, টাইফুনের সময় ভূমিধসের ফলে মাটি চাপা পড়তে পারে তারা।
আজকের বাজার/এমএইচ