মেহরাজ মোর্শেদ : ফিলিস্তিনের জন্য নতুন করে আরও ২ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।
১৮ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে সহায়তা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে অংশগ্রহণ করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। জাপানই ঐ ফোরামে অন্তর্ভুক্ত একমাত্র এশীয় দেশ।
বার্তা সংস্থা এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারো কোনো। এক্ষেত্রে একটি চূড়ান্ত সমাধান অর্জনের জন্য জাপান দীর্ঘমেয়াদি সহায়তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
খবরে বলা হয়, শরণার্থী শিবিরের অধিবাসীসহ অন্যান্য ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ২ কোটি ডলারের সহায়তা-প্যাকেজ দেয়ার ঘোষণা দেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাহায্যের এ ঘোষণা শান্তি আলোচনাকে পুনরুজ্জীবিত করতে উৎসাহ যোগাবে বলে প্রত্যাশা করে জাপান।
তিনি আরও বলেন, কৃষিকাজের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতকেও এর আওতায় আনতে জাপানের নেতৃত্বে পরিচালিত "শান্তি এবং সমৃদ্ধির সংযোগ পথ" শীর্ষক একটি অর্থনৈতিক প্রকল্পের পরিধি বৃদ্ধি করা হবে।
আজকের বাজার : এমএম / ২০ সেপ্টেম্বর ২০১৭