ফিলিস্তিনি বিক্ষোভে ইসরায়েলি গুলিবর্ষণ, আহত ৪৩১

?????????????????????????????????????????????????????????

ইসরাইল সংলগ্ন সীমান্তে বিক্ষোভ করেছে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। আগের পাঁচবারের মতো এবারের বিক্ষোভেও সহিংসতার মোড় নেয়।

বিক্ষোভ থামাতে ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া গুলিতে আহত হয়েছেন ৪৩১জন। সব মিলিয়ে এ সপ্তাহে বিক্ষোভে চার শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সীমান্ত-বেষ্টনী ভাঙ্গার চেষ্টা করেছেন।

গত ৩০ মার্চ (শুক্রবার) ভূমি দিবস উপলক্ষে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ ফিলিস্তিনি। এর মধ্যে সর্বশেষ প্রাণহানি ঘটেছে গত বৃহস্পতিবারে। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে শুক্রবার কমপক্ষে ৪৩১জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এর মধ্যে ৭০জন আহত হয়েছেন গুলিতে।

ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়, গাজা-ইসরাইল সীমান্তের অন্তত পাঁচটি জায়গায় বিক্ষোভকারীরা বেষ্টনী ভাঙ্গার চেষ্টা চালিয়েছে। এছাড়া, তারা ইসরাইলি বাহিনীর দিকে জ্বলন্ত গাড়ির চাকা, দাহ্য পদার্থ মিশ্রিত ঘুড়ি ও পাথর ছুড়ে মেরেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিক্ষোভকারীরা সীমান্তের পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে। এছাড়া, ইসরাইলে প্রবেশের চেষ্টাও করেছে অনেকে। এর মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিক্ষোভে আহত ফিলিস্তিনিদের মধ্যে ২২৯জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আজকের বাজার/আর আই এস