ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘ফিলিস্তিনের প্রেসিডেন্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তাঁকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।’
মাহমুদ আব্বাস বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে রমজানের শুভেচ্ছা জানান।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন।