ফিলিস্তিনে প্রীতিম্যাচ খেলতে যাচ্ছে ইরাকি ফুটবল দল

ইরাকের জাতীয় ফুটবল দলের সদস্যরা বৃহস্পতিবার প্রথমবারের মতো অধিকৃত পশ্চিমতীরে সফরে যাচ্ছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পশ্চিমতীরের প্রশাসনিক কেন্দ্র রামাল্লায় শনিবার একটি প্রীতিম্যাচের আয়োজন করা হয়েছে, যাতে ইরাক ও ফিলিস্তিনি খেলোয়াড়রা মুখোমুখি হবেন।

১৯৪৮, ১৯৬৭ ও ১৯৭৩ সালে ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে ইরাক। এখনও দেশ দুটির মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে ওঠেনি।

আরব দেশগুলোর অধিকাংশ ফুটবল দল পশ্চিমতীর সফর করতে অস্বীকার করছে। যদিও তারা এখনও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।

ফিলিস্তিনের ওই ভূখণ্ড ইসরাইলের নিয়ন্ত্রণে থাকায় আরব দেশগুলো সেখানে সফরে যেতে অপারগতা জানিয়েছে।

কিন্তু ফিলিস্তিনে সাংস্কৃতিক ও ক্রীড়া দল পাঠাতে আরব দেশগুলোকে বছরের পর বছর ধরে আহ্বান জানিয়ে আসছে দেশটির কর্তৃপক্ষ।

কারণ এতে করে তাদের বিচ্ছিন্নতা ও অবরোধের যন্ত্রণা হালকা হবে বলে মনে করছেন তারা।

ইরাকি ক্রীড়া কর্মকর্তা বাসিল গোরগিস বলেন, ইরাকি দলকে স্বাগত জানাতে আম্মানে ফিলিস্তিনিদের একটি প্রতিনিধিদল থাকবে।

১৯৯৮ সাল থেকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফার সদস্য হন ফিলিস্তিনিরা। গত মে মাসে ইরাকি শহর বাসরায় দুদল মুখোমুখি হয়েছিল।

আজকের বাজার/আরআইএস